Monday 28 September 2015

বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখবর

বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখবর
---------------------------------------------
------
____________________________
বাংলাদেশকে দারুণ একটি সুখবর
দিয়েছে
ক্রিকেটের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান
আইসিসি। এই সুখবরে বাঁধভাঙা
উল্লাস শুধু টাইগার শিবিরে নয়
দেশজুড়ে। আর কোনো বাধা
নেই। বাংলাদেশ এখন উড়ন্ত। অপেক্ষার
পর এসেছে
টাইগারদের অসাধারণ এক অর্জন।
বিষয়টি পরিস্কার করা যাক এবার।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মূল লিস্টে
বাংলাদেশ। খোদ আইসিসি
দিয়েছে এই সংবাদ। এর আগে বলা হয়
বাংলাদেশ ওয়ানডে
র্যাঙ্কিংয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
থাকতে পারলে এই
আসরে খেলার যোগ্যতা অর্জন করবে
বাংলাদেশ। এই সময়ে
অন্য কোনো ম্যাচ না থাকায় কিন্তু দুই
দিন আগে থাকতেই আটটি
দলের মধ্যে সাত নম্বর দল হিসাবে
নিজেদের অবস্থান করে
নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ
জাতীয় টিম উল্লসিত এই খবরে।
২০১৭ সালের ১ থেকে ১৯ জুন পর্যন্ত
ইংল্যান্ডে অনুষ্ঠিত
হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।
বিশ্বকাপের পর যা দ্বিতীয়
ওয়ানডে টুর্নামেন্ট। সেরা দলগুলোকে
আয়োজিত হওয়ায় এর
গুরুত্ব আরো বেশি। বাংলাদেশ এর
আগে কোনো দিন এই
আসরে খেলার সুযোগ পায়নি।
প্রথমবারের মত সেরা
দলগুলোর সাথে খেলার যোগ্যতা অর্জন
করে বাংলাদেশ

No comments:

Post a Comment