Wednesday 22 June 2016

top 5 beautiful river

Top five beautiful river in the world





1.Cano Cristales River – River Of Rainbow, Northern Colombia

Cano Cristales River also called River of Rainbow located in northern Colombia present truly gem in this wild and beautiful country.

Its around 100 km long and 20 meter wide . It is hard to reach this destination , you have to fly by plain there to Macarena and then by boat trough unmarked jungle to find this river of colors, but if you are persistent enough you want regret it when you see this joy to eyes .





2.Río Futaleufú, Chile And Argentina

Small town Futaleufu in Chile gives name to this amazing river wich flows trough 2 states Chile and Argentina .This river is also known for popularity among kayakers.

They find it very attracting and one of the most famous places for kayaking.Clear and magic blue color gives this river specific charm which will leave you breathless if you stare long enough, at least i felt like that :).

It rightfully belongs in our list about most beautiful  rivers.


3.Zambezi River, Zambia And Mozambique



Zambezi River is famous african river that flows trough 6 states in Africa. Most know spot of this river are beautiful Victoria Falls also know as the biggest waterfalls in the world . Around 2 millions people each year  visits this amazing water cascades . Popular spot here is also Devil Pool, famous for its photoshoped images that circle on the internet .













4.Yangtze River, China





Yangtze River is the longest river in the Asia ,it flows 6,418 kilometers.With their amazing landscapes , gorgeous canyon and mountain it belong in our list of most beautiful rivers in the world.





5.Danube River, Central Europe



Danube river flows trough ten countries of Europe. It give different looks on Cultures of countries that flows trough.Journey trough Danube is inspired with medieval  and modern spirit of Europe. Its the main artery of Central Europe. You will enjoy mediaval castles when you come to Austria and the spirit of the Eastern Europe when you pass Hungary, Serbia and Romania . Lot of different cultures gives this river more beauty 





Monday 13 June 2016

Download Books of Himu collection by Humayun Ahmed

Download Books of Himu collection by Humayun Ahmed



01. Moyurakkhi (ময়ূরাক্ষী) (Published in May 1990 by Anannya Publications)

Download link :
                         1.  New Download link 1. New Download link


02. Dorjar Opashe (দরজার ওপাশে)

Download link :
                         1.  New Download link 1. New Download link


03. Himu (হিমু) (Published in February 1993 by Protik Publications)

Download link :
                         1.  New Download link 1. New Download link


04. Parapar (পারাপার)

Download link :
                         1.  New Download link 1. New Download link


05. Ebong Himu… (এবং হিমু…)

Download link :
                         1.  New Download link


06. Himur Hate Koyekti Neel Poddo(হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম)

Download link :
                         1.  New Download link


07. Himur Ditiyo Prohor (হিমুর দ্বিতীয় প্রহর)

Download link :
                         1.  New Download link


08. Himur Rupali Ratri (হিমুর রূপালী রাত্রি)

Download link :
                         1.  New Download link


09. Ekjon Himu Koekti Jhin Jhin Poka(একজন হিমু কয়েকটি ঝিঁ ‍ঝিঁ পোকা) (Published in May 1999 by Pearl Publications)

Download link :
                         1.  New Download link


10. Tomader Ei Nogore(তোমাদের এই নগরে)

Download link :
                         1.  New Download link


11. Chole Jay Bosonter Din (চলে যায় বসন্তের দিন)

Download link :
                         1.  New Download link


12. Se Ashe Dhire (সে আসে ধীরে)

Download link :
                         1.  New Download link

13. Himu Mama (হিমু মামা)

Download link :
                         1.  New Download link


14. Angul Kata Jaglu(আঙ্গুল কাটা জগলু)

Download link :
                         1.  New Download link


15. Holud Himu Kalo RAB (হলুদ হিমু কালো র‍্যাব)

Download link :
                         1.  New Download link


16. Aaj Himur Biye (আজ হিমুর বিয়ে) (Published in February 2007 by Anyaprokash Publications)

Download link :
                         1.  New Download link


17. Himu Remand-E (হিমু রিমান্ডে) (Published in February 2008 by Anyaprokash Publications)

Download link :
                         1.  New Download link


18. Himur Ekanto Sakkhatkar(হিমুর একান্ত সাক্ষাতকার)

Download link :
                         1.  New Download link


19. Himur Madhyadupur(হিমুর মধ্যদুপুর) (Published in June 2009 by Annesha Publications)

Download link :
                         1.  New Download link


20. Himur Neel Jochna(হিমুর নীল জোছনা) (Published in February 2010 by Anyaprokash Publications)

Download link :
                         1.  New Download link


21. Himur Babar Kothamala(হিমুর বাবার কথা মালা) (Published in June 2009 by Annesha Publications)

Download link :
                         1.  New Download link 1. New Download link


22. Himur Ache Jol (হিমুর আছে জল) (Published in February 2011 by Anyaprokash Publications)

Download link :
                         1.  New Download link 1. New Download link


23. Himu Ebong Ekti Russian Pori (হিমু এবং একটি রাশিয়ান পরী) (Published in February 2011 by জ্ঞানকোষ প্রকাশনী)

Download link :
                         1.  New Download link 1. New Download link


24. Himu Ebong Harvard Ph.D. BoltuBhai ( হিমু এবং হার্ভার্ড পিএইচ. ডি. বলটু ভাই) (Published in August 2011)

Download link :
                         1.  New Download link 1. New Download link


25. Moyurakkhir Tire (ময়ূরাক্ষীর তীরে)

Download link :
                         1.  New Download link 1. New Download link

Sunday 29 May 2016

ইন্ডিয়ান ভিসা ফেয়ার (ই টোকেন লাগবেনা)




ভারতে ট্যুরিস্ট ভিসার আবেদনে ই-টোকেন লাগবে না
২৯ মে ২০১৬, ২২:৩৯
অনলাইন ডেস্ক
আসন্ন ঈদ উপলক্ষে ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের অগ্রিম সাক্ষাতের তারিখ বা ই-টোকেন ছাড়াই সরাসরি ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করবে ভারতীয় হাইকমিশন।
এ জন্য হাইকমিশন বাংলাদেশি নাগরিকদের জন্য প্রথমবারের মতো বিশেষ ভিসা ক্যাম্পের আয়োজন করেছে। আগামী ৪ থেকে ১৬ জুন পর্যন্ত ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশি নাগরিকরা অগ্রিম সাক্ষাতের তারিখ বা ই-টোকেন ছাড়াই তাদের ট্যুরিস্ট ভিসার আবেদন সরাসরি এ ঈদ ভিসা ক্যাম্পে জমা দিতে পারবেন।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।
ঈদ ভিসা ক্যাম্প ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্স ১-৩ জাতিসংঘ সড়ক, বারিধারায় ১০ জুন শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালু থাকবে। পার্ক রোডের চ্যান্সেরি গেট দিয়ে ক্যাম্পে ঢুকতে হবে। ক্যাম্পের ভেতর কোনো ব্যাগ ও মোবাইল ফোনসেট আনা যাবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব বাংলাদেশি নাগরিকের সাক্ষাতের তারিখ বা ই-টোকেন নেই শুধু তাদের ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র গ্রহণের জন্য এই ঈদ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। যেসব আবেদনকারীর সাক্ষাতের তারিখ আছে তারা ঢাকার গুলশান, ধানমণ্ডি, উত্তরা ও মতিঝিল এবং ঢাকার বাইরে বরিশাল, ময়মনসিংহ ও খুলনায় আইভিএসি কেন্দ্রে ভিসা আবেদন জমা দিতে পারবেন। মেডিক্যাল, বিজনেস ও অন্যান্য ভিসা বিভাগের আবেদনপত্র সংশ্লিষ্ট আইভিএসি কেন্দ্রগুলোতে গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বর্তমানে ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য শুধু এ ক্যাম্প খোলা থাকবে। আবেদনকারীদের সশরীরে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে হবে। তবে একসঙ্গে ভ্রমণে আগ্রহী পরিবারের সদস্যদের (পিতা-মাতা/ছেলে-মেয়ে/ স্বামী-স্ত্রী) পক্ষে একজন আবেদনপত্র জমা দিতে পারবেন।
আবেদনকারীদের নিশ্চিত থাকতে হবে যে, তাদের পাসপোর্টের মেয়াদ আবেদন করার তারিখে কমপক্ষে ৬ মাস আছে এবং পাসপোর্টে কমপক্ষে দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার আগে আগ্রহীরা নির্দেশাবলি পাবেন এই লিঙ্কে- www.visacamp/hcidhaka.gov.in
ভিসা আবেদন গ্রহণের জন্য ভারতীয় হাইকমিশনের আউটসোর্সিং এজেন্সি ইন্ডিয়ান ভিসা অ্যাপলিকেশন সেন্টারের ভিসা প্রসেসিং ফি ৬০০ টাকা। ভিসা প্রসেসিং ফি ছাড়া আর কোনো ভিসা ফি নেই। ভিসা প্রদানের ক্ষেত্রে ভারতীয় হাইকমিশনের কোনো এজেন্ট বা মাধ্যম নেই। ভিসা করে দেওয়ার প্রতিশ্রুতি দানকারী ব্যক্তিকে কাউকে টাকা না দেওয়ার জন্যও পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন।
এ ব্যাপারে যেকোনো তথ্যের জন্য ফোন করা যাবে- ০৯৬১২ ৩৩৩৬৬৬ এবং ০৯৬১৪ ৩৩৩৬৬৬ নম্বরে।
আরো বিস্তারিত তথ্য জানা যাবে www.hcidhaka.gov.in-এ এবং ভারতীয় হাইকমিশনের ফেসবুক (https:// www.facebook.com/ IndiaInBangladesh) - এ যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Friday 27 May 2016

GP 1gb Internet for 19tk for all gp user



1 gb Internet for 19 taka for all gp user. U can this Internet 24 hs with 5 days validity.
For buy this pack u need to dial *5000*200#

Tuesday 10 May 2016

বসবাস এবং চাকরীর জন্য সবচেয়ে উপযোগী ৫টি দেশ


বসবাস এবং চাকরীর জন্য সবচেয়ে উপযোগী ৫টি দেশ



একটা সময় ছিল একজন মানুষ যে দেশে জন্মেছে জীবন কাটিয়ে দিত সেখানেই। এখন আর দিন তেমন নেই। আমরা যেমন আছি তার চেয়ে ভাল থাকতে চাই। চাকরীর নিরাপত্তা চাই, বাড়াতে চাই সামাজিক মর্যাদা, সন্তানকে দিতে চাই নিশ্চিত ভবিষ্যত। আসুন জেনে নিই এমন কয়েকটি দেশের কথা যারা এই নিশ্চয়তাগুলো দিচ্ছে তাদের নাগরিককে।

যুক্তরাষ্ট্র
প্রতি বছর অসংখ্য মানুষ পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে, নতুন করে আবাস গড়ে এখানে। এখানে খাপ খাওয়ানো সহজ, মানুষও বন্ধুত্বপূর্ণ। চাকরীর রয়েছে অবারিত সুযোগ, তেমনি বিনোদনের ব্যবস্থারও কোন অভাব নেই। এখানে বিভিন্ন অঞ্চলের মানুষের বাস, তাই সখ্যতাটাও গড়ে ওঠে সেভাবেই।

সুইজারল্যান্ড
পর্বতময় অপরূপ দেশ সুইজারল্যান্ড জীবন যাত্রার উচ্চমান নিশ্চিত করেছে তার নাগরিকদের। দেশটির ব্যাংকিং ইন্ডাস্ট্রি এবং অর্থনৈতিক বাজারে বিনিয়োগ করতে চায় অনেক দেশ। বিশেষ করে জুরিখে মানুষের জীবন যাত্রা খুবই উচ্চমানের। তাই এই ষরে বা এর আশেপাশে বেশীরভাগ মানুষ স্থান নিতে চান। দেশটির যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল। চিকিৎসাসেবাও উন্নত। আর প্রাকৃতিক সৌন্দর্য্যের কথা তো বলাই বাহুল্য। গ্রীষ্ম হোক বা শীত অবসরে মন খুলে বেড়াতে পারবেন, থাকতে পারবেন প্রকৃতির কাছে।

ম্যাক্সিকো
সহজেই খাপ খাইয়ে নিতে হলে ম্যাক্সিকো একটি ভাল পছন্দ বটে। দেশটি সুখময় ব্যক্তিজীবন এবং অবসরের জন্য ইতিমধ্যেই খ্যাত। কাজের নানান সুযোগ আছে এখানে। তবে ম্যাক্সিকোতে প্রবাস গ্রহণ করেন যারা তাদের ক্ষেত্রে চাকরী বা অন্যান্য প্রয়োজনের তুলনায় যে কারণটি বিশেষভাবে দেখা যায় তা হল, প্রেম। সঙ্গীর সাথে জীবন সাজাতেই এদেশে আগমণ ঘটে বেশীরভাগ বিদেশীর। তবে ব্যাক্তির নিরাপত্তা প্রদাণের ক্ষেত্রে পিছিয়ে আছে দেশটি।

লুক্সেমবার্গ
ছোট ইয়োরোপিয়ান দেশটি চাকরীর চমৎকার সব সুযোগ দিয়ে থাকে। বিশেষজ্ঞরা দেশটিকে বসবাসের এবং আর্থিক নিশ্চয়তা লাভের জন্য খুবই উপযোগী মনে করেন। স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা ব্যবস্থা বেশ ভাল এখানে। ট্যুরিজম এখানকার অর্থনীতিকে করেছে আরও গতিশীল। স্থানীয় মানুষেরা অবশ্য অত বন্ধুত্বপূর্ণ নয়। একটু কষ্ট হবে মানিয়ে নিতে আর কি!

ইকুয়েডর
বিশেষজ্ঞরা ইকুয়েডরের আর্থিক অবস্থা নিয়ে খুবই সন্তুষ্ট। তাদের মতে দেশটি খুবই বন্ধুসুলভ, সহজে মিশে যাওয়ার উপযোগী। এখানে কিছুদিনের মধ্যেই আপনার এই অনুভূতি হবে যে, এটা যেন আপনার নিজেরই দেশ। তবে সমস্যা একটাই, সেটা হল ভাষা। আন্তর্জাতিক বিশ্লেষণে দেখা গেছে, স্প্যানিশ না জানা থাকলে ইকুয়েডরে বসবাস খুবই কষ্টদায়ক। তবে আশার কথা হল, প্রতি ৩ জনের মধ্যে ১ জন বিশেষজ্ঞ এই মত দিয়েছেন যে, স্প্যানিশ খুবই সহজ একটি ভাষা। দ্রুতই শিখে ফেলতে পারবেন আপনি। বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবেও সুনাম আছে ইকুয়েডরের।

সিঙ্গাপুর
দেশটির আর্থিক অবস্থা উন্নত থেকে উন্নততর হচ্ছে। জীবন নির্বাহের জন্য চাকরীর ভাল সুযোগ যেমন রয়েছে তেমনি নাগরিকদের মৈলিক চাহিদার খেয়ালও রাখে দেশটি। যোগাযোগ ব্যবস্থা বেশ ভাল আবার একই সাথে সিঙ্গাপুরের নাগরিক নিরাপত্তা ব্যবস্থা প্রশংসার দাবি রাখে। জীবন যাত্রা ব্যয় বহুল হলেও অনেকেই এখন পাড়ি দিচ্ছেন এই দেশে। কারণ কাজের নিরাপত্তা থাকলে অন্যান্য সংকট মোকাবেলা করা যায় সহজেই।

জার্মানি
ভাষা শেখা খুবই জরুরী এই দেশে আবাস গড়তে চাইলে। এখানকার মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ। চাকরীর নিরাপত্তা, নাগরিক জীবনের স্বাধীনতা, মৌলিক অধিকার সব দিক থেকেই নতুন আবাসন হিসেবে ইউরোপের এই দেশটির কথা ভাবতে পারেন আপনি। শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থাও ভাল। তাই নিজের জীবনের পাশাপাশি সুরক্ষিত হবে আপনার ভবিষ্যত প্রজন্মও।

To rule out the square root of any number other than 10 seconds calculator (square root a number within 10 seconds)


To rule out the square root of any number other than 10 seconds calculator (square root a number within 10 seconds)




To rule out the square root of a number without a calculator
without a calculator to find the square root of any number of leveraged this trick for our small numbers at the beginning of class, a list will be made. Down the list provided below: 1 = 01 = 04 X 3 = 09 4 = 16 5 5 = 6 = 36 = 49 7 64 8 = 9 = 81 notice can be seen, the last digit of each of the squares are written in bold colors. Ankatii use our trick at the end. Now, to get to the square root of 576, we'll learn how to quickly and without a calculator to find the square root. 1) Our first question will be to work with the last digit of the number. That number to 576 in the last 6; The 6 digit number of our first orders there is no list, I find out. 1 = 01 = 04 X 3 = 09 4 = 16 5 5 = 6 = 36 = 49 7 64 8 = 9 = 81 list are two bargeh 6 16 and at 36. The square root of 4 and 6, respectively, so our results should be an end to that number 4 or 6; What will happen is that we'll get to the next step. B) the last two address the question of the number should be cut. Their job is done. Now, with the first address. Let's cut the last two 576 address. Only 5 of the work. Our first list of no less than 5 square formed, it looked at. 1 = 01 = 04 X 3 = 09 turns, 04 is less than 5, the next step 09, which is less than 5 large, it can not be taken. so, take the square root of 04. This is the address of our results. 3) will be the result if 4 or 6; 4 or 6 will be the end of it, but we do not know yet. If you assume that, what will happen at the end. 4) in the end result will be smaller math (4), it would be larger (6), in order to learn the results of the first two digits of the serial number of times to be with. And multiplied by the number of questions with the first drawing to compare. The first question to address is smaller than the product, and the last number to be chotatii first address the question of multiplying the end result will be greater than if you address baratii. Now, the next number of how many? 3; If 2X3 = 6; The first address this question than 6 5 short. So the end result will address chotatii between 4 and 6. In other words, 4; 4 Therefore, the results may seem to fall so far, it is very difficult. But it really is not difficult. Take it easy if you practice a few times. I took a four-digit number. For example, will have to find the square root of 1849. 1) the last digit of the work. End address 9; There are no numbers to the list of 9 square? 3 = 09 7 = 49 , so our results will address the last 3 or 7; ii) the end of 1849, I cut two address. The first two address only takes 18; This must be 18 to work with. Bargasankhyati has no less than 18 on the list, therefore a 1 = 01 = 04 X 3 = 09 4 = 16 5 = 5 5 is greater than 18, and 16 small. Take the square root of 16 is 4. This results in the first 4 digits. 3) If the results of our 43 or 47; What take? The first address of 4, 5, and serial number; The quality here: 4X5 = 0. The first two questions address 18 but smaller than 0. So ankatio'll end small. In other words, between 3 and 7 small 3; 43 Therefore, the results of any of the numbers (the square root of an integer), the square root can be traced. Hopefully, the two examples are easy to understand. 2025 and 3364 the number of the square root of two methods to get the word out to readers gave responsibility.

Monday 9 May 2016

১০ সেকেন্ডে ক্যালকুলেটর ছাড়া কোনো সংখ্যার বর্গমূল বের করার নিয়ম (square root a number within 10 seconds)




ক্যালকুলেটর ছাড়া কোনো সংখ্যার বর্গমূল বের করার নিয়ম
ক্যালকুলেটর ছাড়া কোনো সংখ্যার বর্গমূল বের করার এই ট্রিক খাটানোর জন্য শুরুতেই আমাদের ছোট সংখ্যাগুলোর বর্গের একটা লিস্ট বানিয়ে ফেলতে হবে। লিস্টটি এরকমঃ

১২ = ০১

২২ = ০৪

৩২ = ০৯

৪২ = ১৬

৫২ = ২৫

৬২ = ৩৬

৭২ = ৪৯

৮২ = ৬৪

৯২ = ৮১



খেয়াল করলে দেখা যাবে, প্রতিটা সংখ্যার বর্গের শেষ অঙ্কটি গাঢ় রঙে লেখা আছে। কারণ শেষ অঙ্কটিই আমাদের ট্রিকের বেলায় কাজে লাগবে।

এবার, ৫৭৬ এর বর্গমূল বের করতে করতেই আমরা শিখে ফেলবো ক্যালকুলেটর ছাড়াই কিভাবে দ্রুত বর্গমূল বের করা যায়।
১) প্রথমে আমাদের প্রশ্নতে দেয়া সংখ্যার শেষ অঙ্কটি নিয়ে কাজ করতে হবে। ৫৭৬ এর শেষ অঙ্কটা ৬; এবার ৬ অঙ্কটি আমাদের প্রথম লিস্টের কোন কোন সংখ্যার বর্গে আছে, তা খুঁজে বের করি।

১২ = ০১

২২ = ০৪

৩২ = ০৯

৪২ = ১৬

৫২ = ২৫

৬২ = ৩৬

৭২ = ৪৯

৮২ = ৬৪

৯২ = ৮১

লিস্টে ৬ আছে দুইটি বর্গেঃ ১৬ আর ৩৬ এ। এদের বর্গমূল যথাক্রমে ৪ এবং ৬ তাই আমাদের ফলাফল এর শেষ অঙ্কটা হবে ৪ অথবা ৬ ; কোনটি হবে, সেটা আমরা পরের ধাপে বের করবো।

২) এবার আমাদের প্রশ্নের সংখ্যাটির শেষ দুটি অঙ্ক কেটে দিতে হবে। এগুলোর কাজ শেষ। এখন শুধু প্রথম অঙ্ক নিয়ে কাজ। ৫৭৬ এর শেষ দুটো অঙ্ক কেটে দিই। শুধু ৫ দিয়ে কাজ করি।

আমাদের প্রথম লিস্টের কোন বর্গটি ৫ এর চেয়ে ছোট, সেটির দিকে তাকাই।

১২ = ০১

২২ = ০৪

৩২ = ০৯

দেখা যাচ্ছে, ০৪ ই ৫ এর চেয়ে ছোট, কেননা এর পরের ধাপে ০৯ আছে, যা ৫ এর চেয়ে বড়, ওটা নেয়া যাবে না।

তাই ০৪ এর বর্গমূল ২ নিই। এটিই আমাদের ফলাফলের প্রথম অঙ্ক।

৩) তাহলে আমাদের ফলাফল হবে ২৪ অথবা ২৬ ; শেষে ৪ হবে নাকি ৬ হবে, তা কিন্তু আমরা এখনো জানি না। তাহলে জেনে নিই, শেষে কী হবে।

৪) আমাদের ফলাফলের শেষের অঙ্কটি ছোটটি হবে (৪) নাকি বড়টি হবে (৬), এটি জানার জন্য আমাদের ফলাফলের প্রথম অঙ্কের অর্থাৎ ২ এর সাথে এর ক্রমিক সংখ্যাটিকে গুণ করতে হবে। এবং গুণফলের সাথে প্রশ্নের সংখ্যাটির প্রথম অঙ্কটি তুলনা করতে হবে।

প্রশ্নের প্রথম অঙ্ক গুণফলের চেয়ে ছোট হলে, শেষের অঙ্কটাও ছোটটিই হবে আর প্রশ্নের প্রথম অঙ্ক গুণফলের চেয়ে বড় হলে বড়টিই হবে ফলাফলের শেষ অঙ্ক।

এখন, ২ এর পরের ক্রমিক সংখ্যা কত? ৩ ; তাহলে ২X৩=৬ ; এই ৬ এর চেয়ে আমাদের প্রশ্নের প্রথম অঙ্ক ৫ ছোট। তাই ফলাফলের শেষ অঙ্ক হবে ৪ এবং ৬ এর মধ্যে ছোটটিই।
অর্থাৎ, ৪; তাই ফলাফল ২৪

এতদূর পড়ে হয়তো মনে হচ্ছে, কাজটা খুব কঠিন। কিন্তু কাজটা আসলেও কঠিন না। কয়েকবার প্রাকটিস করলেই সহজ লাগবে।

এবার একটা চার অঙ্কের সংখ্যা নিই। ধরি, ১৮৪৯ এর বর্গমূল বের করতে হবে।
১) শেষ অঙ্কটি নিয়ে কাজ করি। শেষ অঙ্ক ৯; লিস্টের কোন কোন সংখ্যার বর্গে ৯ আছে?

৩২ = ০৯

৭২ = ৪৯

তাই আমাদের ফলাফল এর শেষ অঙ্ক হবে ৩ অথবা ৭;

২) এখন ১৮৪৯ এর শেষ দুটো অঙ্ক কেটে দিই। শুধু প্রথম দুটি অঙ্ক থাকেঃ ১৮; এই ১৮ নিয়ে কাজ করতে হবে।

১৮ এর চেয়ে ছোট কোন বর্গসংখ্যাটি আছে লিস্টে, একটু দেখিঃ

১২ = ০১

২২ = ০৪

৩২ = ০৯

৪২ = ১৬

৫২ = ২৫

২৫ যেহেতু ১৮ এর চেয়ে বড় এবং ১৬ ছোট। তাই ১৬ এর বর্গমূল ৪ নিই। এই ৪ আমাদের ফলাফলের প্রথম অঙ্ক।

৩) তাহলে আমাদের ফলাফল ৪৩ অথবা ৪৭; কোনটা নিবো?

প্রথম অঙ্ক ৪, এর ক্রমিক সংখ্যা ৫; গুণ করে পাইঃ ৪X৫ = ২০

প্রশ্নের প্রথম দুই অঙ্ক ১৮ কিন্তু ২০ এর চেয়ে ছোট। তাই শেষ অঙ্কটিও নিবো ছোট।
অর্থাৎ, ৩ এবং ৭ এর মধ্যে ছোট ৩; তাই ফলাফল ৪৩

এভাবে যে কোনো সংখ্যার (যার বর্গমূল একটি পূর্ণসংখ্যা) বর্গমূল বের করা সম্ভব।

আশা করি, দুইটি উদাহরণের মাধ্যমে বুঝতে সহজ হলো। এবার ২০২৫ এবং ৩৩৬৪ সংখ্যা
দুটির বর্গমূল মুখে মুখে এই পদ্ধতিতে বের করার দায়িত্ব পাঠকের হাতে ছেড়ে দিলাম।