Monday 21 September 2015

ঘরে বসে SMS এর মাধ্যমে আপনার সিম নিবন্ধন করবেন যেভাবে


প্রিয় গ্রাহক, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আপনার সিম নিবন্ধন নিশ্চিত করতে আপনার এয়ারটেল নম্বর থেকে NID নম্বর, NID তে লেখা জন্মতারিখ এবং নাম  লিখে ১৬০০ নম্বরে ফ্রী এসএমএস করুন  ( যেমন: XXXXXXXX, 01 Jan 1980, Mohammad Kalam) online বাসায় বসে আমি আমার Banglalink SIM রেজিট্রেশন করলাম। তাই ভাবলাম ভাল একটি বিষয় সবার সাথে শেয়ার করি। প্রথমে এখানে ক্লিক করুন, click
আপনার মোবাইল নাম্বারটি লিখুন, এবং নিচের নাম্বারটি টাইপ করে Net এ যান, আপনার মোনাইলে একটি কোড আসবে ওই কোডটি দিয়ে সাবমিট করুন,
তারপর আপনার নাম, জন্মতারিখ, একটি ছবি, ভোটার আইডি কার্ড অথবা যে কোন আইডি কার্ডের দুটি পার্ট এই এড করতে হবে।
পরে Save এ click করে বেরিয়ে আসুন।

No comments:

Post a Comment