Monday 25 April 2016

আইসিসির আলোচনায়ও মুস্তাফিজুর

আইসিসির আলোচনায় মুস্তাফিজের নাম। তাঁকে ঘিরেই যত আলোচনা। যে ভাবে বল হাতে প্রতিদিন নতুন নতুন করে নিজেকে চেনাচ্ছেন তাতে তাঁকে নিয়ে আলোচনা হবে সেটাই স্বাভাবিক। সেটা এতদিন ছিল তাঁর দলের মধ্যেই বা তার বাইরে আইপিএল-এর অন্যান্য দলে। কিন্তু এবার আইসিসি-র সভায় আলোচনার কেন্দ্রে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সেই সভায় ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসান পাপন। তাঁর কাছেই মুস্তাফিজুর সম্পর্কে জানতে চান অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান। তাঁর কাছে জানতে চাওয়া হয়, কোথা থেকে পেয়েছে এই মুস্তাফিজুরকে। বিসিবির প্রধান বলেন, ‘‘এখন ক্রিকেট নিয়ে কথা হলেই মুস্তাফিজের নাম আসে। আইসিসি মিটিংয়েও তাই হয়েছে। ওরাও মুস্তাফিজুরকে দেখে খুব অবাক। মুস্তাফিজ দেশের সম্পদ। ওকে নিয়ে সারা পৃথিবী কথা বলছে এখন।’’ সামনে অনেক অফার। অনেক বড় বড় ডাক রয়েছে মুস্তাফিজুরের। আইপিএল শেষ হলেই কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলতে যাওয়ার কথা তাঁর। কিন্তু এত বেশি ক্রিকেট খেলে দেশের সম্পদকে নষ্ট হতে দিতে চায় না বোর্ড। তবুও যদি তাঁকে যাওয়ার অনুমতি দেওয়া হয় তাহলে বিসিবির শর্ত মেনেই যেতে হবে।

No comments:

Post a Comment