Tuesday 12 April 2016

মুস্তাফিজ কি আজকে একাদশে থাকছে?


স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিল) চতুর্থ ম্যাচে আজ মঙ্গলবার ক্রিস গেইলের দল শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে কাটার মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দরাবাদ।

আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, সনি ইএসপিএন, সনি সিক্স।

বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে সানরাইজার্স দলের টপ অর্ডারে থাকছে অভিজ্ঞ অজি হার্ডহিটার ডেভিড ওয়ার্নার ও ভারতের নিয়মিত ওপেনার শিখর ধাওয়ানের মতো ব্যাটসম্যান। আছেন কিউই দলের কাপ্তান কেন উইলিয়ামসন। সুযোগ পেতে পারেন নামান ওঝা ও টি সুমনের মতো তরুণ ব্যাটসম্যানরা।

অলরাউন্ডারদের মধ্যে আইপিএল অভিজ্ঞতার বিচারে মইসেস হেনরিকসের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। বোলিং আক্রমণ সামলাবেন অভিজ্ঞ আশীষ নেহরা, ভুবনেশ্বর কুমার ও লেগ স্পিনার করণ শর্মা।

সঙ্গে থাকতে পারেন কিউই ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট অথবা বাংলাদেশর মুস্তাফিজুর রহমান। বর্তমান ফর্ম বিচারে মুস্তাফিজের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা বেশি বলা চলে।

অপরদিকে এবারের আইপিএলে ফেভারিট দলগুলোর মধ্যে একটি বেঙ্গালুরু। ভারতের প্রিমিয়াম ব্যাটসম্যান বিরাট কোহলির নেতৃত্বে এবারের আসরে ভালো শুরুর প্রত্যাশায় মাঠে নামবে দলটি। নিজেদের ঘরের মাঠ চেন্নাস্বামী স্টেডিয়ামে খেলা বিধায় বাড়তি সুবিধা পাবে বেঙ্গালুরু।

বরাবরের মতো এবারের আইপিএলে শক্তিশালী ব্যাটিং লাইন আপের দল গড়েছে বেঙ্গালুরু। টপ অর্ডারে ক্রিস গেইল ও বিরাট কোহলি ছাড়াও আছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের মতো বিধ্বংসী ব্যাটসম্যান।

এছাড়া এবার যোগ দিয়েছেন সদ্যসমাপ্ত বিশ্বকাপে অবসর নেয়া টপ র‍্যাংক অলরাউন্ডার শেন ওয়াটসন। ব্যাটিংয়ের তুলনায় বোলিং আক্রমণ ওতটা শক্তিশালী নয়। স্পিনে ইকবাল আব্দুল্লাহ ও কিউই ফাস্ট বোলার অ্যাডাম মিলনের উপর অনেক কিছু নির্ভর করবে।

সানরাইজার্স হায়দরাবাদ সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), কেন উইলিয়ামসন, শিখর ধাওয়ান, নামান ওঝা (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, টি সুমন, আশিষ রেড্ডি, মইসেস হেনরিকস, করণ শর্মা, ভুবনেশ্বর কুমার এবং আশীষ নেহরা।

রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, মান্দিপ সিং, কেদার যাদব/কেএল রাহুল (উইকেট কিপার), স্টুয়ার্ট বিনি, ইকবাল আবদুল্লাহ, জুবেন্দ্র চাহাল, অ্যাডাম মিলনে এবং এস অরবিন্দ।

No comments:

Post a Comment